EIIN : 104794
School Code : Rajanagar, Rangunia, Chittagong,, Rangunia, Chittagong; 01309104794
President Massage

    সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ,

    সালাম ও শুভেচ্ছা।

    সময়ের প্রয়োজনে এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে, সে লক্ষ্যে দক্ষিণাঞ্চলের চট্টগ্রামে গড়ে উঠেছে প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান 'রাজানগর রহমআলী বুজুরুছ মেহের বহুমূখী উচ্চ বিদ্যালয় ’ । আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, 'রাজানগর রহমআলী বুজুরুছ মেহের বহুমূখী উচ্চ বিদ্যালয় ’' চট্টগ্রাম অত্যন্ত সফলতার সাথে ৭১ বছর অতিক্রম করলো। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। শুধু তাই নয়, ভালো ফলাফলের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড, ক্রীড়ার ক্ষেত্রেও এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবদান রাখিতেছে। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্তোষজনক হারে ভর্তি হবার সুযোগ পাচ্ছে। এরূপ আশাব্যঞ্জক পারবে বলে আমাদের বিশ্বাস।

    তাই সকল মহলের আন্তরিকতা ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।

    বিদ্যালয় পরিচালনা পরিষদ