EIIN : 104794
School Code : Rajanagar, Rangunia, Chittagong,, Rangunia, Chittagong; 01309104794
Headmaster

    সু-শিক্ষার আলো ছড়িয়ে যাক সবখানে।

    সুশিক্ষিত জাতি, দক্ষ মানব সম্পদ, পরিচ্ছন্ন ও যোগ্য সমাজ সৃষ্টির অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্ত চিন্তার চলমান বাহনে আমি অত্যন্ত আনন্দিত।

    সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই সালাম ও অভিনন্দন। চট্টগ্রাম শহরের রাঙ্গুনিয়া থানার  প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষার সূতিকাগার ঐতিহ্যবাহী আমাদের প্রাণ-প্রিয় প্রতিষ্ঠান । বর্তমান বিশ্ব এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকদূর। আধুনিক তথ্য প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করতে পিছিয়ে নেই আমরাও। তাই বর্তমান সরকারের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীকে একটি গ্রামের (গ্লোবাল ভিলেজ) সাথে তুলনা করা হয়। তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সহজে তথ্য পাওয়া যায়। একই সাথে সারা বিশ্ব আজ প্রতিযোগিতাপূর্ণও বটে। প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের সবাইকে টিকে থাকতে হবে। এই বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে আত্মপ্রত্যয়ী, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এখানে আমাদের শিক্ষকদের যেমন দায়িত্ব আছে, তেমনি অভিভাবকদেরও আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তাই আসুন আমরা শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-অংশীজন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য সবাই মিলেই আমাদের শিশুদেরকে দেশের এক একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে একসাথে কাজ করি। 

    পরিশেষে, আপনাদের প্রতি আমার একান্ত আবেদন আপনাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে এবং সার্বিক বিষয়ের প্রতিনিয়ত খোঁজ খবর রাখবেন। সন্তানদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো জানাবেন এবং সুপরামর্শ দিবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি।


    আপনাদের আন্তরিক সহযোগিতা , আপনাদের মঙ্গল কামনা ও আপনাদের সন্তানদের উত্তরোত্তর উন্নতি ও সুস্বাস্থ্য কামনা করছি।

     

     

    শুভেচ্ছাসহ

    আবদুল আউয়াল

    প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)